ফুলপুরে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সদস্য ওয়াহেদুজ্জামান মিঠুনকে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ফুলপুর বাসস্ট্যান্ড এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে তাকে কুপিয়ে জখম করা হয়।
পরে ফুলপুর থানা পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ডা. তৌহিদ তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এ বিষয়ে পুলিশ তৎপর রয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর