গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাঁশতলী গ্রামে অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময়ে তার হেফাজত থেকে এক হাজার ৯০০ পিস ইয়াবা উদ্ধার করেছে। বৃহস্পতিবার গ্রেপ্তারকৃতকে গাজীপুর জেল হাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত হলেন, টাঙ্গাইলের বাতখোলা গ্রামের রতন বেগের ছেলে বিপ্লব বেগ (৩২)।
কালিয়াকৈর থানার ওসি আকবর আলী খান জানান, বিপ্লব বেগ উপজেলার বাঁশতলী গ্রামের নাসির উদ্দিনের বাড়িতে ভাড়া থাকে বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। গোপন সংবাদে খবর পেয়ে বুধবার রাতে র্যাব-১২ এর সদস্যরা তাকে আটক করে। পরে তার দেয়া তথ্য মতে তার হেফাজত থেকে এক হাজার ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
বৃহস্পতিবার তার বিরুদ্ধে র্যাব সদস্যরা বাদী হয়ে মামলা দায়ের করলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম