বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ইনোভেশন টিমের ১৪তম সভা অনুষ্ঠিত হয়েছে। বাউবির ট্রেজারার ও ইনোভেশন টিমের সভাপতি অধ্যাপক মোস্তফা আজাদ কামালের সভাপতিত্বে তার গাজীপুরস্থ অফিস কক্ষে অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বাউবি’র পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মেজবাহ উদ্দিন তুহিন এ তথ্য জানিয়েছেন।
সভাপতির বক্তব্যে অধ্যাপক মোস্তফা আজাদ কামাল প্রতিষ্ঠানে সুশাসন সংহতকরণে উদ্ভাবনী চর্চার গুরুত্ব, উদ্ভাবন অনুশীলন এবং সেবা প্রদান প্রক্রিয়া সহজিকরণ এবং কাজের গুণগত পরিবর্তন আনয়নের বিষয়ে গুরুত্ব আরোপ করেন। সভায় বাউবি পরিক্রমা প্রকাশ, বাউবি সম্পর্কে বিভিন্ন প্রকাশনা ও তথ্যাদি তথ্য বাতায়নে প্রকাশ, বাউবি ও দুরশিক্ষণের ওপর পত্র পত্রিকায় প্রকাশিত ফিচার ও প্রবন্ধ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ওয়েব সাইটে সংযোজনের বিষয়ে আলোচনা করা হয়।
সভায় অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মহা. শফিকুল আলম, অধ্যাপক ডা. সরকার মো: নোমান, অধ্যাপক ড. মো. শাহ আলম সরকার, কম্পিউটার বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মো: মাসুম বিল্লাহ, তথ্য ও গণসংযোগ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ড. আ.ফ.ম মেজবাহ উদ্দিন, লাইব্রেরি এন্ড ডকুমেন্টেশন বিভাগের ভারপ্রাপ্ত লাইব্রেরিয়ান সঙ্গীতা মোরশেদ। অনুষ্ঠান সঞ্চলনা করেন ইনোভেশন টিমের সদস্য-সচিব নার্গিস আখতার।
বিডি প্রতিদিন/এএম