পবিত্র মাহে রমজান উপলক্ষে ময়মনসিংহের হালুয়াঘাটে সুবিধাবঞ্চিত শিশু ও সুধীজনদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলার গোবরাকুড়া এলাকায় অবস্থিত সুবিধা বঞ্চিত পথশিশুদের অবৈতনিক শিক্ষা প্রতিষ্ঠান একমাত্রা ডাচ বাংলা ব্যাংক একাডেমির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল রানা, থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীনুজ্জামান খান, প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আবু কাউসার মানিক, সহকারী শিক্ষক রাজীব বণিকসহ অন্যান্যরা।
ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল রানা বলেন, সমাজে অনেক শিশু রয়েছেন যারা সুবিধা বঞ্চিত। তারা হয়তো অনেকেই ঝড়ে পড়ছে শিক্ষার আলো থেকে। এসব শিশুদের পাশে থাকার খুব ইচ্ছে রয়েছে। শিশু পরিবারের শিশুদের সাথে ইফতার করে নতুন উপলব্ধি হয়েছে। আমরা সকলে যার যার অবস্থান থেকে এসব সুবিধা বঞ্চিত শিশুদের পাশে দাঁড়ালে তারা অনেক দূর এগিয়ে যাবে।
এছাড়াও সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে কাজ করা প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ও শিশুদের খোঁজ-খবর নেন এবং তাদের সাথে ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/আবু জাফর