নাটোরে বাস মিনিবাস মালিক সমিতির নির্বাচনকে কেন্দ্র করে সমিতির কানাইখালি অফিসে অর্তকিত হামলায় ৩ বাস মালিক আহত হয়েছেন। আহতদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে এই ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাতটার দিকে কানাইখালি এলাকায় জেলা বাস মিনিবাস মালিক সমিতির অফিসে বসে ছিলেন বাস মালিকরা। এসময় ৮ থেকে ১০ জনের একটি সন্ত্রাসী দল অতর্কিতভাবে অফিসে প্রবেশ করে হামলা চালায়। এসময় মজিবর রহমান, বাবুল আকতার এবং আব্দুর রশিদ আহত হয়। আহতদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ হামলার ঘটনাস্থল পরিদর্শন করে সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেন। হামলায় জড়িতদের আটকের চেষ্টা চলছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার তারেক যুবায়ের।
নাটোর জেলা বাস মিনিবাস ও মাইক্রোবাস মালিক সমিতি আহ্বায়ক লক্ষণ পোদ্দার বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেফতারের দাবি জানাচ্ছি। না হলে ধর্মঘটসহ বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ