রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ৭০০ গ্রাম হেরোইনসহ মো. শাকিল (২১) নামে এক বিক্রেতাকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)। গ্রেফতার শাকিল চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার বড়গাছি গ্রামের আল আমিনের ছেলে।
আজ শুক্রবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব। এর আগে, বৃহস্পতিবার (২১ এপ্রিল) উপজেলার ফরিদপুর এলাকার একটি আমবাগান থেকে তাকে আটক করা হয়। উদ্ধারকৃত হেরোইনের বাজার মূল্য ৭০ লাখ টাকা।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়- গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী গোদাগাড়ী উপজেলার ফরিদপুর গ্রামে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক সংলগ্ন একটি আমবাগানে অভিযান চালায় র্যাব-৫ রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন ওই যুবক। পরে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৪টি প্যাকেটে ৭০০ গ্রাম হেরোইন পাওয়া যায়। যার বাজার মূল্য ৭০ লাখ টাকা।
র্যাবের জিজ্ঞাসাবাদে শাকিল জানান, তিনি দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার নামে আজ শুক্রবার গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ