টাঙ্গাইলে ভুয়া ডিবি পুলিশ পরিচয় চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- রবিউল করিম সুলভ (৩০), মাসুম বিল্লা ওরফে মুন্না (২৮), ইউসুব কাজী (৭০), জাকির হোসেন বাবু (৩৩) এবং সেলিম মিয়া (৩৬)। এদের মধ্যে ৪ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আজ শুক্রবার টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, গত ১০ এপ্রিল কালিহাতীর এলেঙ্গা বাসস্ট্যান্ড শামছুল হক কলেজের সামনে থেকে বিকাশের ডিএসও পদে চাকরিরত রাসেল মিয়ার মোটরসাইকেলের গতিরোধ করে ডিবি পুলিশ পোশাক পরিহিত চক্রের সদস্যরা। এসময় রাসেল মিয়াকে জোরপূর্বক একটি সাদা রংয়ের মাইক্রোবাসে তুলে নিয়ে এলোপাথাড়ি মারধর করে। একই সাথে তার কাছে থাকা নগদ ৬ লাখ টাকা লুট করে নেয়। পরে রাসেলকে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা বাইপাস এলাকায় গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে চলে যায় তারা। এ ঘটনায় রাসেল গত ১৯ এপ্রিল কালিহাতী থানায় মামলা দায়ের করেন।
তিনি আরও জানান, ঘটনাটি চাঞ্চল্যকর হওয়ায় কালিহাতী থানা পুলিশ ও টাঙ্গাইল ডিবি পুলিশের সমন্বয়ে একটি টিম গঠন করা হয়। পরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ভুয়া ডিবি পুলিশ পরিচয় প্রদানকারী চক্রের ৫ সদস্যকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দুই লাখ টাকা, দুই সেট ডিবি পোশাক, এক জোড়া হ্যান্ডক্যাপ, একটি সিগন্যাল লাইট, একটি ওয়্যারলেস সেট ও বিভিন্ন ব্যান্ডের তিনটি মোবাইল জব্দ করা হয়। এদের মধ্যে ৪ জন বৃহস্পতিবার (২১ এপ্রিল) দোষ স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবাববন্দি দেয়। আরেক জনকে রিমান্ডের আবেদন করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ