পটুয়াখালীর গলাচিপায় উপজেলা প্রশাসনের আয়োজনে ভূমিহীন-গৃহহীন (ক-শ্রেণি) পরিবারের শতভাগ পুনর্বাসন নিশ্চিত করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ সাহিন।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক মো. কামাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ দে, পৌর মেয়র আহসানুল হক তুহিন, গলাচিপা থানার ওসি এমআর শওকত আনোয়ার ইসলাম। এছাড়াও উপজেলার সকল সরকারি দপ্তরের প্রধানরা, ইউপি চেয়ারম্যানরা, মুক্তিযোদ্ধা, সুশীল সমাজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরাসহ সাংবাদিকরা সভায় উপস্থিত ছিলেন।
পরে উপজেলা প্রশাসনের আয়োজনে সেখানে জেলা প্রশাসকের সভাপতিত্বে প্রধান অতিথি সরকারি যাকাত তহবিলে যাকাত সংগ্রহ করার লক্ষ্যে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। এছাড়া তিনি সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নকৃত ক্যান্সার ও কিডনিসহ জটিল রোগে আক্রান্ত ৬৮ জন রোগীর মাঝে এককালীন জনপ্রতি ৫০ হাজার টাকার চেক বিতরণ করেন।
বিডি প্রতিদিন/এমআই