শেরপুরের ঝিনাইগাতিতে বজ্রপাতে সাগর (১৫) নামে এক কিশোর মারা গেছে। শুক্রবার দুপুরে টিপটিপ বৃষ্টির মধ্যে সাগর বাড়ির পাশে বিলে মাছ ধরছিল। হঠাৎ বজ্রপাতে গুরতর আহত হয় সাগর। পরিবারের লোকজন সাগরকে উদ্ধার করে হাসাপতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
সাগর ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র ও উপজেলার সুরিহারা গ্রামের মমতাজের ছেলে বলে জানা গেছে। সংশ্লিষ্ট থানার ওসি মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/হিমেল