লক্ষ্মীপুরে কাভার্ডভ্যান-সিএনজি মুখোমুখি সংঘর্ষে মাহবুবা সুলতানা নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে শুক্রবার দুপুরে রামগঞ্জের পানপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় শাকিল ও মাহবুবুল আলম নামে আরও দুই ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতের মরদেহ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। নিহত মাহবুবা স্থানীয় দেহলা গ্রামের ফিরোজ আলমের স্ত্রী।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, রামগঞ্জ থেকে ছেড়ে আসা লক্ষ্মীপুরগামী একটি মিনি কাভার্ডভ্যান ঘটনাস্থলে এসে সিএনজি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির ৩ যাত্রী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহবুবা সুলতানাকে মৃত ঘোষণা করেন। অপর দুইজনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। সিএনজি ও কাভার্ডভ্যানটি জব্ধ করা হয়।
বিডি প্রতিদিন/এমআই