সুনামগঞ্জের শান্তিগঞ্জে প্রয়াত জাতীয় নেতা, সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকালে উপজেলার নোয়াখালী বাজারে আব্দুস সামাদ আজাদ স্মৃতি পরিষদ এ সভার আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য, সামাদ আজাদ-পুত্র আজিজুস সামাদ আজাদ ডন।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মতলিবের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী আব্দুল্লাহ, উপজেলা যুবলীগের সভাপতি বুরহান উদ্দিন দোলন, সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা, যুবনেতা এবাদুর রহমান কুবাদ, সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ, সাবেক চেয়ারম্যান মাসুদ মিয়া প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল