ময়মনসিংহের ফুলপুর প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ওই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে সাংবাদিকদের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার ও ফুলপুর প্রেসক্লাবের সভাপতি (পদাধিকার বলে) শীতেষ চন্দ্র সরকারের সভাপতিত্বে এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফুলপুর উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেল, পৌর মেয়র শশধর সেন, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার ববি, ওসি আব্দুল্লাহ আল মামুন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকি প্রমুখ।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবীর মুকুলের সঞ্চালনায় ইফতারপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি নুরুল আমিন, সাংগঠনিক সম্পাদক এটিএম রবিউল করিম রবি, অর্থ সম্পাদক মো. আব্দুল মান্নান, কার্যকরী সদস্য মোস্তফা খান, এসএ ফারুক, সেকান্দর আলী প্রমুখ। এ সময় প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আবু জাফর