পবিত্র মাহে রমজান উপলক্ষে জয়পুরহাটের চকদাদড়া মদীনাতুল উলুম হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ ও বস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার বিকেলে ওই মাদ্রাসার প্রায় পঞ্চাশ জন ছাত্রেরর হাতে আনুষ্ঠানিকভাবে কোরআন শরীফ ও বস্ত্রগুলো তুলে দেন আয়োজক সংগঠন সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের জেলা শাখার প্রতিনিধি ও অনুষ্ঠানের অতিথিবৃন্দ।
এ সময়ে উপস্থিত ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের জেলা শাখার সভাপতি নূর এ আলম হোসেন, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, জেলা শ্রমিক লীগের সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান আকন্দ, জেলা স্কাউটের সাধারণ সম্পাদক সাহাদুল ইসলাম সাজু ও মাদ্রাসার মুহতারিম হাফেজ মাহমুদুর রহমান।
পরে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গকে নিয়ে দেশ ও জাতির কল্যাণে জন্য দোয়া মোনাজাত করে ইফতার করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন