নরসিংদীতে অসহায় ও সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে ঈদের নতুন রঙিন জামা বিতরণ করেছে সামাজিক সংগঠন আলোকিত নরসিংদী।
নরসিংদী সরকারি কলেজে একটি আবাসিক হলের অডিটরিয়ামে এই অনুষ্ঠান করা হয়। এসময় শতাধিক পথশিশুদের মাঝে রঙিন জামা বিতরণ করা হয়। ঈদের আগে রঙিন জামা পেয়ে খুশি ছিন্নমূল এই পথশিশুরা। পরে পথশিশুদের অধিকার, তাদের সুরক্ষা ও স্বাস্থ্য সেবা ইত্যাদি বিষয়ে আলোচনা করেন অতিথিরা।
আলোকিত নরসিংদী সংগঠনের সভাপতি আবদুল্লাহ আল মামুন রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নরসিংদী সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর কালাম মাহমুদ, নরসিংদী সরকারি কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি হাবিবুর রহমান, ডায়বেটিক হাসাপাতালের পরিচালক রাসেল বিন হাসনাত, সমাজ সেবক মাহাবুবুর রহমান মনির সহ প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন