ঢাকা আরিচা মহাসড়কের বিভিন্ন এলাকায় উন্নয়নের কাজ চলছে। এসব জায়গায় যানবাহন চলাচল ব্যহত হচ্ছে চরমভাবে। রাস্তার কাজের জন্য যানবাহন আটকে থাকছে দীর্ঘ সময়। অন্যদিকে পথচারীরা পড়েছে চরম ভোগান্তিতে।
সরেজমিনে দেখা যায়, একদিকে অসহ্য গরমে যাত্রীরা বাসে বসে যন্ত্রনা ভোগ করছেন। অন্যদিকে পথচারিরা ধুলাবালি ও রোদের মধ্যে রাস্তা পারের জন্য অপক্ষা করছেন।
এমনিতেই ঈদ মৌসুমে প্রতিবছরই পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুট অতিরিক্ত গাড়ির চাপে ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়। এবার বছর জুড়েই পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ভোগান্তি হচ্ছে। তার উপর বাড়তি যোগ হয়েছে মহাসড়কের খুড়াখুড়ি।
মানিকগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী গাউসুল হাসান মারুফ বলেন, আমাদের নির্দেশনা রয়েছে ঈদের এক সপ্তাহ আগে থেকে মহাসড়কের কাজ বন্ধ রাখতে হবে। যাতে রাস্তায় কোন ধরনের যান চলাচলে অসুবিধা না হয়। গত ঈদে মানিকগঞ্জ এলাকায় মহাসড়কে কোন সমস্যা হয়নি, আশা করছি এবাও কোন সমস্যা হবে না।
বিআইডব্লিউটিসি এর আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল জানান, ঈদের সময় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরির সংখ্যা বাড়ানো হবে। আবহাওয়া অনুকুলে থাকলে পারাপারে অসুবিধা হবে না।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন