কয়েকদিন ধরে চুয়াডাঙ্গার উপর দিয়ে বয়ে চলেছে তীব্র তাপদাহ। এতে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। রবিবার চুয়াডাঙ্গা জেলায় বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এদিন বেলা তিনটায় তাপমাত্রা ছিল ৪১ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন শনিবার জেলার তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা সারাদেশের সর্বোচ্চ তাপমাত্রা।
তীব্র গরমে স্থবির হয়ে পড়েছে জনজীবন। সাধারণ খেটে খাওয়া মানুষেরা অতিষ্ঠ হয়ে পড়েছে। বেলা বাড়ার সাথে সাথে রাস্তা ঘাটে লোকজনের চলাচল সীমিত হয়ে পড়ছে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে আসছেন না।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সামাদুল ইসলাম বলেন, এমনিতেই চুয়াডাঙ্গা জেলাতে গরমের মৌসুমে গরম এবং শীতের মৌসুমে শীত বেশি থাকে। চলতি সপ্তাহে চুয়াডাঙ্গার উপর দিয়ে তীব্র তাপদাহ বয়ে চলেছে। এই ধারা আরও দু’একদিন অব্যাহত থাকতে পারে।
বিডি প্রতিদিন/আবু জাফর