আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ভাঙ্গা উপজেলায় তৃতীয় পর্যায়ে নির্মিত ২২০ জন ভূমিহীন পরিবার এবার ঘর পাচ্ছেন। আগামী ২৬ এপ্রিল প্রধানমন্ত্রী কর্তৃক ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ওই সব ভূমিহীন পরিবারদের মাঝে গৃহ হস্তান্তর করা হবে।
আজ রবিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিমউদ্দিন এ তথ্য জানান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মুস্তাফিজুর রহমান।
ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিমউদ্দিন জানান, এর আগে দুই দফায় ভাঙ্গায় ৩৮৯ জনকে জমিসহ ঘর তৈরি করে দেওয়া হয়েছে। এ দফায় ২২০ জন পেলে ভাঙ্গায় মোট ৬০৯ জন ভূমিহীন পরিবার সরকারের এ সুবিধার আওতায় আসবে।
উল্লেখ্য, তৃতীয় দফায় ভাঙ্গার ঘারুয়া ইউনিয়নের গংগাধরদী গ্রামে ১২০টি, রশিবপুরা গ্রামে ১৩টি, শরীফাবাদ গ্রামে ১১টি ও হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ গ্রামে ৭৫টি ঘর বিতরণের জন্য তৈরির কাজ শেষ হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ