রাজবাড়ীর পাংশা উপজেলার শরিষা ইউনিয়নের একটি মেহগনি বাগান থেকে দুইটি একনালা বন্দুক ও একটি রিভলবারসহ সালমান শাহ (২৭) ও কাজল (২৬) নামে দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পাংশা মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে পাঁচ রাউন্ড গুলি ও দুই রাউন্ড তাজা কার্তুজসহ ৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। রবিবার দিবাগত রাত ১০ টার দিকে তাদের গ্রেফতার করা হয়।
আজ সোমবার সকালে গ্রেফতারকৃত দুই আসামীকে রাজবাড়ীর আদালতে প্রেরণ করে সাতদিনের রিমান্ড চাওয়া হয়েছে।
গ্রেফতারকৃত সালমান শাহ পাংশা উপজেলার খামারডাঙ্গী গ্রামের লম্বা ছাত্তারের ছেলে এবং কাজল একই উপজেলার বহলাডাঙ্গা গ্রামের অনাথ আলীর ছেলে। সালমান শাহ বিরুদ্ধে ২টি হত্যা সহ ১২ টি মামলা রয়েছে। কাজলের বিরুদ্ধে ১টি অস্ত্র, ১ টি বিস্ফোরণসহ একাধিক মামলা রয়েছে।
পাংশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদুর রহমান বলেন, আমাদের পুলিশ সুপার স্যারের নির্দেশক্রমে গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। অভিযানে শরিষা ইউনিয়নের শাহজাহান মিয়ার মেহগনি বাগানের মধ্য থেকে চাঁদাবাজির প্রস্তুতিকালে সালমান শাহ ও কাজলকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়।
রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, আমাদের বিশেষ অভিযান চলামান রয়েছে। জেলায় জঙ্গী, সন্ত্রাসী ও চাঁদাবাজরা যেন মাথাচারা দিয়ে উঠতে না পারে সেই বিষয়টা কঠোরভাবে নজরদারি করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় পাংশা মডেল থানা পুলিশ সফল একটি অভিযান পরিচালনা করেছেন।
বিডি প্রতিদিন/এএ