প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিলের আহবানে নোয়াখালীতে জেলা যুবলীগের উদ্যোগে সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
আজ দুপুরে জেলা আ’লীগের কার্যালয়ের সামনে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এসময় প্রায় ২ হাজার হতদরিদ্র ও সাধারণ মানুষের মাঝে এ ইফতার বিতরণ করা হয়েছে। এসময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং র্দীঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের আহবায়ক ইমন ভট্ট, যুগ্ম আহবায়ক একরামুল হক বিপ্লব, সদস্য আনোয়ারুল আজিম, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলুল হক সুজনসহ অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ