ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মো. আবু বক্কর (৫০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার ভোরে উপজেলার খাড়েরা ইউনিয়নের খাড়েরা গ্রামে এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।
পুলিশ ও এলাকাবাসী জানান, খাড়েরা গ্রামের রুকু মিয়ার পরিবারের সাথে একই এলাকার আলফাজ আলীর পরিবারের বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে সোমবার ভোরে রুকু মিয়ার পরিবারের লোকেরা আলফাজ আলীর ছেলে আবু বক্করকে কুপিয়ে হত্যা করে। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর ভূঁইয়ার সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় এখনো থানায় কোনো মামলা দায়ের করা হয়নি।
বিডি প্রতিদিন/হিমেল