মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর গ্রামে কোমল পানিয় ভেবে বিষপান করেছেন অজিত রায় (৫৫) নামের এক গ্রাম পুলিশ। সোমবার সকালে বিষপান করার পর অজিত অসুস্থ হয়ে পড়লে স্থানীরা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। গ্রাম পুলিশ অজিত রাইপুর গ্রামের কার্তিক রায়ের ছেলে।
স্থানিয়রা জানান অজিতের নাতি ক্ষেতে পোঁকা দমনের জন্য ঘরে কোমল পানির খালি বোতলে বিষ রেখেছিল। সোমবার সকালে অজিত কোমল পানি ভেবে তা পান করেন। পান করার কিছুক্ষণ পর সে অসুস্থ হয়ে পড়ে। এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। গাংনী কর্তব্যরত চিকৎসক বি ডি দাস পিকলু বলেন, পাকস্থলি থেকে বিষ উত্তোলন করে চিকিৎসা প্রদান চলছে।
বিডি প্রতিদিন/হিমেল