ফেনীর বারাহীপুর এলাকায় অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাব-৭ ফেনী ক্যাম্পের সদস্যরা। এসময় ঘটনাস্থল থেকে ২ জনকে আটক করা হয়। আজ সোমবার ভোরে পৌর শহরের বারাহীপুরের পশ্চিম খাজুরিয়া এলাকার রিফাত ম্যানশনের সামনে থেকে গাঁজাসহ তাদের আটক করে র্যাব।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় তাদের একটি দল। এসময় শহরের চাড়িপুর এলাকার আবুল কালামের ছেলে মোঃ শফিকুল ইসলাম (২৬) ও একই এলাকার আব্দুল লতিফের ছেলে আব্দুল মান্নানকে (২৫) আটক করা হয়। পরবর্তীতে তাদের জিজ্ঞাসাবাদে এবং দেখানো মতে ২টি প্লাস্টিকের বস্তার ভিতর থেকে মোট ৩০(ত্রিশ) কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা।
র্যাব-৭ এর উপ-পরিচালক আবদুল্লাহ আল জাবের ইমরান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করে যে তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ সুকৌশলে মাদক দ্রব্য (গাঁজা) ফেনীর সীমান্তবর্তী এলাকা হতে স্বল্পমূল্যে ক্রয় করে ফেনী, কুমিল্লা, নোয়াখালীসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট অধিক মূল্যে বিক্রি করে আসছিলো।
তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে ফেনী মডেল থানায় পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল