বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ এলাকা স্বচক্ষে দেখতে ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন এক দিনের সফরে সাতক্ষীরায় আসছেন। আগামী বুধবার (২৭ এপ্রিল) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন উপকূলীয় জনপদ সফর করবেন তিনি। রাজকুমারীর সফর ঘিরে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছে স্থানীয় প্রশাসন। আইনশৃঙ্খলা বাহিনীও ব্যাপক তৎপর রয়েছে।
ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসনের সাতক্ষীরার শ্যামনগর ভ্রমণ উপলক্ষে আগামী ২৬-২৭ এপ্রিল সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করেছে বনবিভাগ।
জেলা তথ্য অফিস থেকে দেয়া সফরসূচি অনুযায়ী, রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন বুধবার সকাল সাড়ে ৯টায় শ্যামনগরের টাইগার পয়েন্টে হেলিকপ্টার থেকে নামবেন। এরপর গাড়িতে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের কুলতলী গ্রাম পরিদর্শনে যাবেন। ১৫ থেকে ২০ মিনিট ওই জনপদে পাঁয়ে হাঁটবেন এবং জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শন করবেন। এসময় সাইক্লোন সেন্টার ও বেড়িবাঁধ পরিদর্শন করবেন এবং বাঁধের পাশে বসবাসকারি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ লোকজনের সাথে কথা বলবেন রাজকুমারী। দুপুরে তিনি স্থানীয় একটি রিসোর্টে দুপুরের খাবার খাবেন।
এর আগে তিনি সিাংবাদিকদের সাথে কথা বলবেন। এছাড়াও রাজকুমারী সুন্দরবন ভ্রমণ করবেন এবং বনবিভাগের লোকজনের সাথে কথা বলবেন। সফরসূচি অনুযায়ী আরও জানা যায়, রাজকুমারী উপজেলার সুন্দরবনের কোলে গড়ে ওঠা ‘আকাশ লীনা ইকো ট্যুরিজম’ ও মুন্সিগঞ্জ ইউনিয়নের কুলতলী এলাকা পরিদর্শন করবেন ।
বিডি প্রতিদিন/নাজমুল