ঈদের আগ মূহুর্তে শপিং মল, যানবাহনে ও বাস টার্মিনালগুলোতে অজ্ঞান পার্টিসহ বিভিন্ন প্রতারকদের দৌরাত্ম্য থাকে বেশি। তাই এসব অপরাধীদের থেকে সাধারণ মানুষকে সচেতন করতে পুলিশের উদ্যোগে সপ্তাহব্যাপী চলছে সতর্কতামূলক প্রচারপত্র বিলির কাজ।
জেলার বিভিন্ন শপিং মল, বাস টার্মিনালসহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ময়মনসিংহ জেলা পুলিশ এসব সতর্কতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। যাত্রীদের পাশাপাশি সাধারণ মানুষের মাঝেও জনসচেতনতামূলক এ প্রচারপত্র বিতরণ করা হয়।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, মানুষের ঈদযাত্রা নিরাপদ রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। মানুষের মধ্যে প্রচারপত্র বিতরণ করে অজ্ঞান পার্টি সম্পর্কে সতর্ক করছি।
বিতরণ করা প্রচারপত্রে উল্লেখ করা হয়েছে- যাত্রার সময় অপরিচিত মানুষের দেয়া কোনো খাবার না খাওয়া, হকারদের কাছ থেকে খাবার ও কোমল পানীয় পান না করা, অপরিচিত সহযাত্রীর সাথে ব্যক্তিগত তথ্য বিনিময় না করা, যাত্রার সময় ওই বাহনের রেজিস্ট্রেশন নাম্বার থাকলে সেই নাম্বার টুকে রাখা, সতর্কতার পরও যদি কেউ এ ধরনের অপরাধের শিকার হন, তাহলে ৯৯৯ নম্বর ও প্রচারপত্রে উল্লেখ করা ময়মনসিংহ জেলা পুলিশের একাধিক নম্বরে ফোন করতে বলা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম