ময়মনসিংহের তারাকান্দায় ৮ কোটি ১৪ লাখ টাকার কোবরা সাপের বিষসহ পাঁচজনকে গ্রেফতার করেছে র্যাব-১৪। র্যাবের ওরারেন্ট অফিসার ছানেয়ার বাদী হয়ে তারাকান্দা থানায় মামলা করলে সোমবার দুপুরে আসামিদের আদালতে পাঠানো হয়।
এর আগে গত রবিবার তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৮ কোটি ১৪ লাখ টাকা মূল্যের ১ কেজি ৫৯২ গ্রাম কোবরা সাপের বিষ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন খোরশিদ আলম ভূইয়া (৪৫), গফুর (৬১), সিরাজুল ইসলাম (৫০), তরিকুল ইসলাম (১৯) ও রউফ মিয়া (৩৫)। তাদের হেফাজত থেকে ৮ কোটি ১৪ লাখ টাকা মূল্যের ১ কেজি ৫৯২ গ্রাম কোবরা সাপের বিষ উদ্ধার করা হয়।
র্যাব জানায়, মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে র্যাব জানতে পারে রবিবার দুপুরে তারাকান্দা উপজেলার টিউকান্দা চৌরাস্তা জালাল এন্ড সন্স নামক দোকানে অবৈধভাবে আমদানিকৃত কোবরা সাপের বিষ বেচা-কেনা হচ্ছে। পরে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে ধরা হয়। তারাকান্দা থানার ওসি আবুল খায়ের জানান, আসামিদের ইতিমধ্যে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল