আসন্ন ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পাটুরিয়া-আরিচা ফেরি ও লঞ্চঘাট পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে পাটুরিয়ার পদ্মা রিভারভিউ’র হল রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মানিকগঞ্জ জেলা পুলিশ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) জিহাদুল কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান। এসময় অতিরিক্ত পুলিশ সুপার হাপিজুর রহমান, শিবালয় উপজেলা চেয়ারম্যান রেজাউর রহমান খান জানু সহ বিআইডব্লিউটিএ’র কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ।
বিডি প্রতিদিন/নাজমুল