নাটোরের সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্টে সাগর হোসেন (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১০টায় এ ঘটনা ঘটে। নিহত সাগর হোসেন রামানন্দ খাজুরিয়া ইউনিয়নের বিনগ্রামের মো. ওমর চান হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, উপজেলার ইটালি ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামের সায়বার আলীর হাঁসের খামারে কাজ করতো সাগর হোসেন। সোমবার সকাল ১০টার দিকে এই খামারেই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান সাগর।
ইটালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/এএম