প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে নীলফামারীতে ১২০৫টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে জমিসহ বাড়ি উপহার দেয়া হচ্ছে। মঙ্গলবার সুবিধাভোগী এসব পরিবারের মাঝে জমির কাগজ ও ঘরের চাবি হস্তান্তর করা হবে।
সোমবার দুপুরে(২৫এপ্রিল) প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি জানান জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন। জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আজহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোজাম্মেল হক রাসেল, রেভিনিউ ডেপুটি কালেক্টর(আরডিসি) রোমানা আক্তার ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ উপস্থিত ছিলেন।
এতে জানানো হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী (মুজিববর্ষ) উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের কোন মানুষ গৃহহীন থাকবে না বলে ঘোষণা দেন। তার নির্দেশনা বাস্তবায়নে আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে সারাদেশে গৃহহীন ও ভূমিহীন মানুষদের জমিসহ বাড়ি উপহার দেয়া শুরু হয়। এরই অংশ হিসেবে আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় তৃতীয় পর্যায়ে ১২০৫টি পরিবারকে জমিসহ বাড়ি উপহার দেয়া হচ্ছে।
জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন বলেন, দুই লাখ ৫৯ হাজার টাকা ব্যয়ে এই গৃহ নির্মাণ করা হয়েছে। সুবিধাভোগীর মধ্যে সদরে ২৬০টি, ডোমারে ৮০টি, ডিমলায় ৩২৩টি, জলঢাকায় ২৮০টি, কিশোরগঞ্জে ১৭৭টি এবং সৈয়দপুরে ৮৫টি পরিবার রয়েছে। ইতোপুর্বে প্রথম পর্যায়ে ৬৩৭টি এবং দ্বিতীয় পর্যায়ে ১২৫০টি পরিবারকে জমিসহ গৃহ দেয়া হয়েছে বলে জানান তিনি।
তিনি বলেন, পুনর্বাসিত পরিবারগুলোর সদস্যদের বিভিন্ন উৎপাদনমুখী ও আয়বর্ধক কর্মকান্ডের জন্য ব্যবহারিক ও কারিগরি প্রশিক্ষণ প্রদান এবং প্রশিক্ষণ শেষে তাদের মাঝে ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/এএম