মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তৃতীয় দফায় মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন আরো ৫০ পরিবারকে প্রধানমন্ত্রী ঈদ উপহার হিসেবে জমিসহ ঘর দেয়া হচ্ছে। আজ সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।
আগামীকাল মঙ্গলবার গণভবন থেকে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব ঘর উদ্বোধন করবেন। স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো আব্দুস শহীদ সম্মেলন কক্ষে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে জমির দলিল তুলে দেবেন।
ইউএনও জানান, মুজিববর্ষ উপলক্ষে মঙ্গলবার সারা দেশের ন্যায় আমাদের উপজেলায়ও তৃতীয় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য নির্মিত ৫০টি ঘর হস্তান্তর করা হবে। এই ৫০টি ঘরের মধ্য সিন্দুরখান ইউনিয়নের জাম্বারাছড়ার ৩০টি ও কালাপুর ইউনিয়নেরে মাইজহিতে ২০ টি ঘর রয়েছে। এসব ঘরে বিদ্যুৎ, পানি ও স্যানিটশনের সুবিধার রয়েছে। এছাড়া রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা। এর আগে ১ম ধাপে ৩০০ ও ২য় ধাপে ৩০০ টি ঘড় দেয়া হয়েছে। পর্যায় ক্রমে আরো ২৯৫টি ঘড় দেয়া হবে। এ উপজেলায় মোট গৃহহীন ও ভূমিহীন পবিবার রয়েছে ৯৪৫টি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সন্ধীপ তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. তরিকুল ইসলাম প্রমূখ।
বিডি প্রতিদিন/হিমেল