কুড়িগ্রামে জেলা প্রশাসন ও বিসিকের উদ্যোগে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে শুরু হয়েছে বৈশাখী মেলা। স্থানীয় উদ্যোক্তাদের পণ্য সম্ভার নিয়ে এই মেলা চলবে ১৫ দিন ব্যাপী। শিশুদের জন্য বিভিন্ন বিনোদনসহ ৪০টি স্টলে জেলার বিভিন্ন প্রান্তের উদ্যোক্তারা তাদের পণ্যের পশরা সাজিয়েছেন। বৃহস্পতিবার বিকেল ৫টায় এ মেলার উদ্বোধন করেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা, বিসিকের সহকারি পরিচালক জাহাঙ্গীর আলম প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ