গাজীপুরের কালিয়াকৈর চন্দ্রা এলাকায় শুক্রবার দুপুরের পর থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের চাপ বৃদ্ধি পেয়েছে।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, শুক্রবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় যাত্রী কম দেখা গেলেও দুপুরের পর থেকে বিভিন্ন শিল্প কারখানা ছুটি হওয়ায় মহাসড়কের যাত্রীদের চাপ বৃদ্ধি পেয়েছে। তবে কোনো যানজট নেই। ছুটি হওয়ায় উত্তরবঙ্গের বিভিন্ন এলাকার ঘরমুখো মানুষ বাড়ি ফিরতে শুরু করেছেন।
বগুড়ার সবুজ হোসেন জানান, বাস ভাড়া বেশি তাই পিকআপে ৪৫০ টাকা দিয়ে বাড়ি যাচ্ছি।
সালনা হাইওয়ে পুলিশের ওসি ফিরোজ হোসেন জানান, যানজট নিরসনে ২০০ পুলিশের সদস্য চন্দ্রা এলাকায় কাজ করছেন। তবে ভাড়া বেশি নেওয়ার কোনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন