ময়মনসিংহের ফুলপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় পাইলট উচ্চ বিদ্যালয় হলরুমে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল, উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার, মেয়র শশধর সেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল খালেক, সরকারি আনন্দ মোহন কলেজের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আকবর আলী আহসান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান, প্রধান শিক্ষক আকরাম হোসেন ও পুলিশ পরিদর্শক তদন্ত আব্দুল মোতালিব চৌধুরী প্রমুখ।
বিডি প্রতিদিন/আবু জাফর