রংপুর র্যাব অভিযান চালিয়ে একজন ডিজিটাল প্রতারককে গ্রেফতার করেছে। শুক্রবার তাকে গাজীপুর থেকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দুপুরে র্যাব-১৩ এর সহকারি পরিচালক (মিডিয়া) ফ্লাইট লে. মাহমুদ বশির আহমেদ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
র্যাব জানায়, গত মার্চ মাসে অনলাইনে এক ব্যক্তির একাউন্ট হতে হ্যাকিং এর মাধ্যমে একজন প্রতারক প্রায় লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়। ঘটনার প্রেক্ষিতে গত ২৬ এপ্রিল ভুক্তভোগী রংপুর মহানগরীর কোতয়ালি থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে ১টি মামলা দায়ের করেন। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গাজীপুর থেকে মূল আসামি শাহ আলম(২৭)কে গ্রেফতার করা হয়। তার বাড়ি বগুড়া জেলায়। এসময় তার কাছ থেকে মোবাইল ১টি, সীমকার্ড ৩টি, ব্যাংক এটিএম কার্ড ২টি, এনআইডি কার্ড- ৬টি, আলামতের স্ক্রিন শট-১৯ পেজসহ উদ্ধার করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত দীর্ঘদিন যাবত অনলাইনে এ্যাকাউন্ট হ্যাক করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার কথা স্বীকার করেছে। তাকে রংপুর মহানগরীর কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম