দেশের দক্ষিণ উপকূলীয় জেলা বরগুনা শহরসহ ৫টি উপজেলায় রমজানের শেষ দু'দিনে জমে উঠেছে ঈদ বাজার। শুধু শহরে নয় গ্রামে-গঞ্জে বাজারে ব্যস্ত বিক্রেতারা। ফুটপাত থেকে শুরু করে বড়-ছোট বিপনী বিতানগুলো চলছে বেচা-কেনা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত বরগুনা শহরের মিজান টাওয়ার মসজিদ মার্কেট, পৌর সভার সুপার মার্কেট, বঙ্গবন্ধু সড়কের গার্মেন্টস মার্কেট, কাপড় মার্কেট, জুতা মার্কেট, বাজার সড়কের কাপড় মার্কেট, মনোহরী মার্কেট, জুয়েলার্স মার্কেটে চলছে ক্রেতাদের উপচেপড়া ভিড়। প্রতিটি বিপনী বিতান রাতে ঝলমলে আলোতে আলোকিত আছে। ব্যবসায়ীদের মধ্য চলছে প্রতিযোগিতা।
বরগুনায় চলতি মৌসুমে কৃষির ফলন ভালো হওয়ায় কৃষকদের মধ্যও ঈদের আনন্দ বইছে। বিশেষ করে কৃষি বিভাগের প্রাথমিক তথ্য মতে এখন পর্যন্ত ২০ থেকে ২৫ কোটি টাকার তরমুজ বিক্রি করেছে তরমুজ চাষিরা। দামও পেয়েছে সন্তোষজনক। এখনো মাঠে বিক্রির অপেক্ষায় ১০-১২ কোটি টাকার তরমুজ যা ঈদের পরে বিক্রির চুক্তি করেছে কৃষকরা।
এছাড়া সূর্যমুখীর ফলনও ভালো হওয়ায় কৃষকরা সঠিক মূল্য পাচ্ছে। মুগ ডাউলের ফলনও ভালো হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল