বরিশাল সদর উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। মো. মারুফ আহমেদ নান্নাকে সভাপতি এবং মো. রুবেল হাওলাদারকে সাধারণ সম্পাদক করে গত শুক্রবার ৭ সদস্যের এই কমিটি অনুমোদন দেন জেলা কৃষক দলের আহ্বায়ক এইচএম মোহসিন আলম ও সদস্য সচিব মো. শফিউল আলম সফরুল।
এছাড়া মো. সেলিম চৌধুরীকে সিনিয়র সহ-সভাপতি, মো. কবির মাঝি সহ-সভাপতি, এসএ লিটনকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, এইচএম লিটন কে যুগ্ম সাধারণ সম্পাদক এবং মো. আরিফুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। সংক্ষিপ্ত কমিটিকে দ্রুত সময়ের মধ্যে সম্মেলনের মাধ্যমে কমিটি পূর্নাঙ্গ করতে বলা হয়েছে বলে জানিয়েছেন জেলা কৃষক দলের সদস্য সচিব শফিউল আলম সফরুল।
বিডি প্রতিদিন/এএম