শেষ মুহূর্তের কেনাকাটায় জমজমাট দিনাজপুরের ঈদ বাজার। করোনার দুই বছরের স্থবিরতা কাটিয়ে এবছর পরিস্থিতি স্বাভাবিক থাকায় এবার রমজানের শুরু থেকেই দিনাজপুরে ঈদের কেনাকাটা জমে উঠেছে। এবার বেচা-কেনায় ব্যবসায়ীরাও খুশি। এবার পুষ্পা, কাঁচা বাদাম, শারারা, গারারা বিক্রির শীর্ষে রয়েছে। তবে এখন চলছে শেষ মুহূর্তের কেনাকাটায় জুতা, প্রশাসধনী, আতর-টুপির দোকানগুলোতে।
এবছর দিনাজপুরে কৃষকদের হাতে রসুন ও ভুট্টা বিক্রির টাকা হাতে থাকায় রমজানের শুরু থেকেই ঈদের কেনাকাটা জমেছে। যদিও বাড়তি দামে ক্রেতাদের অসন্তোষ রয়েছে, তারপরও বেচাকেনায় খুশি ব্যবসায়ীরা।
কাপড় মার্কেট ও বিভিন্ন বিপণী বিতান ঘুরে দেখা যায়, সব দোকানেই ক্রেতাদের চাপ রয়েছে। এবার সবার দৃষ্টি কেড়েছে পুষ্পা, কাঁচা বাদাম, ‘সারারা গারারা’, মনিপুরী কাতান। দিনাজপুর শহরের মালদহপট্টির বিভিন্ন বিপনী বিতান, গুলশান মার্কেট, জেলা কারাগারের মার্কেট ও বাহাদুর বাজারের বিপনি বিতানগুলিতে ক্রেতাদের প্রচন্ড ভিড়।
এবারের ঈদে বেশি বিক্রি হচ্ছে, পুষ্পা শাড়ি, কাঁচা বাদাম, শারারা, গারারা থ্রি-পিস, পার্টি ড্রেস, জর্জেট, ফ্লোর টার্চ, কুর্তি, ওয়ানপিস, টুপিস ও থ্রিপিসের। এগুলো বিক্রি ১ হাজার থেকে ৩ হাজার টাকায়। এ ছাড়া পাঞ্জাবি বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৭ হাজার টাকা। মটকা ৬ হাজার টাকা, সিল্ক ৩-৪ হাজার টাকা, কাবল্লি পাঞ্জাবি ১-৩ হাজার টাকা, অ্যান্ডি কটন/অ্যান্ডি সিল্ক ৬ হাজার, রাজশাহী সিল্ক ৩-৪ হাজার টাকা। দেশি থ্রি-পিস ৭০০ থেকে ১ হাজার টাকা, জর্জেট থ্রি-পিস ৮০০ থেকে ৩ হাজার, লেহেঙ্গা ৩ হাজার থেকে ১০ হাজার টাকা, দেশি টাঙ্গাইল শাড়ি ৬৫০ থেকে ২ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। তবে, এবার ভারতীয় কাপড়ের তুলনায় দেশীয় কাপড়ের চাহিদা বেশি।
দিনাজপুর শহরের লিলি মোড় এলাকার অপ্সরা ফ্যাশন হাউজ এর পরিচালক সুমি জানান, আমি মূলত অনলাইনে বিভিন্ন পন্য বিক্রি করতাম। কিন্তু ক্রেতাদের চাহিদা ও সুবিধায় অফলাইনেও ক্রেতাদের জন্য পছন্দমত পন্য এনেছি। চাহিদা অনুযায়ী পাকিস্তানী, ভারতীয়সহ দেশী পন্যের সমাহার রেখেছি। যা সহজে ও সুলভে ক্রেতারা কিনতে পারছেন। এবার পুষ্পা, কাঁচা বাদাম, শারারা, গারারা বিক্রিতে শীর্ষে রয়েছে।
শহরের শাড়ী হাউজের পরিচালক মো. ইকবাল হোসেন জানান, করোনার কারণে গত দুইবছরে ব্যবসা ভাল হয়নি। এবার ক্রেতাদের ভিড় বেড়েছে। ক্রেতারা তাদের পছন্দমত এবং সুলভ মূল্যেই তাদের ঈদের কেনাকাটা করছে। ঢাকায় জামদানী, জর্জেট, কাতান, মনিপুরী কাতানসহ নতুন নতুন আইটেম ক্রেতাদের দৃষ্টি কেড়েছে।
বিডি প্রতিদিন/হিমেল