তিন পুলিশ সদস্যকে মারধরের অভিযোগ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা ছাত্রলীগের ৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। শুক্রবার রাতে থানার পরিদর্শক (তদন্ত) এনামুল হক বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় আসামিরা হলেন উল্লাপাড়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মো. শাওন ও মনছুর হেলাল মুন এবং সদস্য সামিউল ইসলাম সুমন, জাকির হোসেন, সনি আহমেদ ও সবুজ আলী।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ন কবির জানান, গত ২৭ এপ্রিল রাতে উল্লাপাড়া উপজেলা ছাত্রলীগের কয়েকজন নেতা মোটরসাইকেল নিয়ে পৌর বাজারে কেনাকাটার জন্য প্রবেশ করেন। এসময় দোকানের সামনে মোটরসাইকেল রাখা নিয়ে দোকানীদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দোকানি ও ছাত্রলীগ নেতাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে ছাত্রলীগ নেতারা পুলিশ সদস্যদের মারধর করেন। এতে পুলিশ পরিদর্শক (তদন্ত) এনামুল হক, কনস্টেবল মতিয়ার রহমান ও সুজাউদ্দৌলা আহত হন। ওসি আরো জানান, হামলার ঘটনার পর ছাত্রলীগ নেতাদের পক্ষ থেকে ২৮ এপ্রিল ৪৫ জন ব্যবসায়ীর বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল