প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে পবিত্র ঈদ-উল-ফিতর ২০২২ উপলক্ষে ঝালকাঠি -১ রাজাপুর ও কাঁঠালিয়ার দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী ও আর্থিক সাহায্যের চেক বিতরণ করা হয়েছে।
শনিবার বেলা ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা মিলন কেন্দ্র কমিউনিটি সেন্টার সভা কক্ষে দুই উপজেলার ১৫০০ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী এবং ১৮টি দুঃস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ৫ লাখ ৮০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সদস্য মো. মনিউজ্জামান মনির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ উপহার সামগ্রী ও চেক বিতরণ করেন।
অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এ এইচ এম খায়রুল আলম সরফরাজ-এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. রিয়াজ উদ্দীন মাতুব্বর, মেজবা উদ্দিন মাসুদ সিকদার, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. সবুর হাওলাদার, যুগ্ম-সাধারণ সম্পাদক জাকির হোসেন, ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. জালাল আহমেদসহ রাজাপুর কাঁঠালিয়ার রাজনৈতিক নেতৃবৃন্দসহ স্থানীয়রা।
বিডি প্রতিদিন/আবু জাফর