বরিশালে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ২ সন্দেহভাজন ডাকাত আটক করেছে র্যাব-৮। গত শুক্রবার মধ্যরাতে মেট্রোপলিটনের বন্দর থানার নরকাঠি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
শনিবার দুপুরে র্যাবের উপ-অধিনায়ক মেজর মো. জাহাঙ্গীর আলম প্রেরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নরকাঠী এলাকায় ১০ থেকে ১২ জনের এক দল দুর্বৃত্ত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে এ খবর পেয়ে র্যাবের একটি দল ওই এলাকার একটি বাগানে অভিযান চালিয়ে মহসিন গাজী ও তার দলের সদস্য জাকির কাজীকে আটক করে র্যাব। এ সময় তাদের সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হয়। আটককৃতদের কাছ থেকে ১টি দোনলা বন্দুক, ১টি ওয়ান শুটারগান, ৬ রাউন্ড গুলি এবং কিছু নগদ অর্থ জব্দ করা হয়।
এ ঘটনায় র্যাবের উপ-সহকারী পরিচালক সাইফুল ইসলাম বাদী হয়ে আটক মহসিন ও জাকিরের বিরুদ্ধে বন্দর থানায় একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-৮।
বিডি প্রতিদিন/এএম