বরিশাল নগরীর কাউনিয়া থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা গরু চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার হয়েছে। শনিবার দুপুরে নগরীর কাউনিয়া থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বিএমপি’র উপ-কমিশনার (উত্তর) মোহাম্মদ জাকির হোসেন মজুমদার।
তিনি জানান, ২০২১ সালের ৮ ডিসেম্বর কাউনিয়া থানার দক্ষিণ লামছড়ি এলাকার মো. জাহাঙ্গীর হাওলাদারের বাড়ি থেকে গভীর রাতে ৩টি গরু চুরি হয়। এ ঘটনায় কাউনিয়া থানায় চুরি মামলা দায়ের হয়। তথ্য প্রযুক্তির মাধ্যমে গত শুক্রবার সন্ধ্যায় নগরীর বাজার রোডের সাগরগলি থেকে অভিযুক্ত মিলন হালদার ও শফিক হাওলাদার এবং শফিকুল ইসলাম ও মো. হুমায়ুন কবিরকে উজিপুরের ডাবের কুল এলাকা থেকে গ্রেফতার করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা বিগত দিনে অনেক গরু চুরির কথা স্বীকার করেছে। আসামিদের ওই মামলায় গ্রেফতার দেখিয় আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন উপ-কমিশনার মো. জাকির হোসেন মজুমদার।
বিডি প্রতিদিন/এএম