সিলেটের বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোবারক হোসাইনের সার্বিক সহযোগিতায় ঈদ উপহার নিয়ে ছিন্নমূল পথ শিশুদের পাশে দাঁড়িয়েছে উপজেলা ছাত্রলীগ। গতকাল শুক্রবার (২৯ এপ্রিল) বিকালে পৌরশহরের বাসিয়া ব্রিজের দক্ষিণপ্রান্তে আনুষ্ঠানিকভাবে পথ শিশুদের মাঝে তারা ওই ঈদ উপহার বিতরণ করে।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোবারক হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান। প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ফারুক আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নিখিল পাল, পৌর আওয়ামী লীগের সদস্য সাইদুল ইসলাম।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দশঘর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাহির আহমদ, লামাকাজী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকবর হোসাইন, উপজেলা ছাত্রলীগ নেতা রাজন আলী, শেখ শাহিন, আহমদ আলী, মাজেদ আহমদ, শানুর, আখলাকুর রহমান তুহিন, শুয়েব আহমদ, ফাহিম, কামরান আহমদ, হোসাইন, মাসেদ, আহমদ, মামুন, সাইদ রহমান, আতিকুজ্জামান, জাকির প্রমুখ।
বিডি প্রতিদিন/আবু জাফর