পটুয়াখালীর গলাচিপায় জাহানারা বেগম (৪৫) নামে এক গৃহবধূর বিবস্ত্র অবস্থায় ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে দশটার দিকে গলাচিপা পৌর সভার ৬ নম্বর ওয়ার্ডের রামনাবাদ নদীর তালেব মিয়ার স্ল্যুইস গেট সংলগ্ন খাল থেকে ভাসমান অবস্থায় ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে।
নিহত গৃহবধূ পৌরসভার শান্তিবাগ এলাকার জাকির হোসেনের স্ত্রী। এ ঘটনায় গৃহবধূর বড় ছেলে মো. সিরাজুল ইসলাম সুজন বাদী হয়ে অজ্ঞাত নামাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন গলাচিপা থানার অফিসার ইনচার্জ এমআর শওকত আনোয়ার ইসলাম। তবে এ ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ এমআর শওকত আনোয়ার ইসলাম জানান, গলচিপা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের শান্তিবাগ এলাকার জাকির হোসেনের স্ত্রী জাহানারা বেগম। জাহানারা বেগমের দুই সন্তান। শুক্রবার সন্ধ্যায় তার বার বছরের প্রতিবন্ধী শিশুপুত্র ফয়সালকে স্থানীয় পশুহাসপাতাল রোডে একটি দোকানে বসিয়ে রেখে বলে ‘এখানে বসে থাক, আমি একটু থানাঘাট এলাকা থেকে আসি।’ অনেক্ষণ ধরে ফিরে না আসায় ফয়সাল তার মায়ের মোবাইল নম্বরে রাত সাড়ে আটটার দিকে কল দিলে তা বন্ধ পায়। শনিবার সকাল সাড়ে দশটার দিকে স্থানীয় এক জেলে নদীতে মাছ ধরতে গিয়ে নদীতে লাশ ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ মৃত জাহানারার ভাসমান লাশ উদ্ধার করে।
এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ এমআর শওকত আনোয়ার ইসলাম বলেন, লাশ উদ্ধার করে প্রাথমিক সুরাতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে গলা টিপে বা অন্য কোনভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের বড় ছেলে গলাচিপা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল