চাঁদপুরের কচুয়া উপজেলার উজান ছিনিয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে অনিক চন্দ্র (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের নরেশ চন্দ্রের ছেলে।
শনিবার অনিক চন্দ্র তার নিজ ঘরের বৈদ্যুতিক কাজ করতে গেলে বৈদ্যুতিক তারে আকস্মিক ভাবে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এসময় আহত অবস্থায় অনিক চন্দ্রকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এএম