গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের কাছে অতিরিক্ত মূল্যে টিকিট বিক্রি করায় একটি কাউন্টারকে বিশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
জানা যায়, উপজেলার চন্দ্রা এলাকায় শনিবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে একটি কাউন্টার যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত মূল্যে টিকিট বিক্রি করার অভিযোগে ওই কাউন্টারের ম্যানেজারকে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. জামাল হোসেন। এ সময় আরো কয়েকটি কাউন্টারে অতিরিক্ত ভাড়া নিলে সেই অতিরিক্ত টাকা যাত্রীদের ফেরত দেওয়া হয়।
বিডি প্রতিদিন/হিমেল