দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে পবিত্র ঈদুল ফেতরের প্রধান জামায়াত প্রতিবারের ন্যায় এবারও বাগেরহাটে বিশ্ব ঐতিহ্য (ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইড) ষাটগম্বুজ মসজিদে অনুষ্ঠিত হবে। দেশ বিদেশের মুসল্লিদের আধিক্যের কারণে ষাটগম্বুজ মসজিদে এবারও ৩টি জামাত অনুষ্ঠিত হবে। এবার ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়, দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সোয়া ৮টায় এবং তৃতীয় অর্থ্যাৎ সর্বশেষ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯ টায়। ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইট ষাটগুম্বুজ মসজিদে ঈদ জামাতের মুসল্লিদের নিরাপত্তা ও করোনা স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী নিয়োজিত থাকবে জানিয়েছে বাগেরহাটের জেলা প্রশাসন।
বাগেরহাটে বিশ্ব ঐতিহ্য এই মসজিদে ঈদুল ফিতরের প্রথম ও প্রধান জামাতে ইমামতি করবেন বাগেরহাট কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ। দ্বিতীয় জামাতে ইমামতি করবেন ষাটগম্বুজ মসজিদের ইমাম ও খতিব মাওলানা হেলাল উদ্দিন। তৃতীয় এবং সর্বশেষ জামাতে ইমামতি করবেন বাগেরহাট শহরতলীর সিঙ্গাইড় জামে মসজিদের ইমাম মাওলানা মোজাহিদুল ইসলাম। বাগেরহাটের জেলা প্রশাসন পবিত্র ঈদুল ফিতর উদযাপন প্রস্তুতি সভায় এসব সিদ্ধান্ত নিয়েছে।
বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মাদ রিজাউল করিম জানান, প্রায় সাড়ে ৬০০ বছর ধরে ষাটগম্বুজ মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে। কালের পরিক্রমায় বহু বছর ধরে ষাটগম্বুজ মসজিদে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়ে আসছে। করোন স্বাস্থ্যবিধি মেনে এবারও দেশি বিদেশি মুসল্লিদের সুবিধার্থে ৩টি জামাত অনুষ্ঠিত হবে। ঈদ জামাতে অংশ নেয়া ধর্মপ্রাণ মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত এবং অনাকাঙ্খিত ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবে।
বিডি প্রতিদিন/হিমেল