পার্বত্য খাগড়াছড়ি জেলার পর্যটনকেন্দ্রগুলোকে ঈদকে সামনে রেখে ব্যাপক আকারে সাজ-সজ্জা করা হয়েছে। এবারে পর্যটকদের নতুন করে স্বাগত জানাতে হোটেল-মোটেলগুলোও নানাভাবে সু-সজ্জিত করা হয়েছে। দীর্ঘ ২ বছর করোনাকালীন ঈদ উৎসব জাকজমকভাবে উদযাপন করা হয়নি।
তাই পর্যটনকেন্দ্রগুলো ছিল এ সময়ে পর্যটক শূন্য। অর্থনৈতিকভাবেও পর্যটন শিল্পে ধ্বস নামে। ক্ষতি পুষিয়ে নিতে পর্যটনকেন্দ্রগুলোর সংশ্লিষ্টরা ও হোটেল-মোটেল মালিকগণ পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করতে নানা উদ্যোগ গ্রহণ করেছে।
খাগড়াছড়ির হোটেল ব্যবসায়ী ছালে আহম্মদ জানান, করোনার কারণে আমরা গত ২ বছর কোনো ব্যবসায় করতে পারিনি। তবে এবারে করোনার হার কমে আসায় পর্যটকদের ঢল নামবে বলে আশা করছি। তাই আমরা হোটেল মালিকগণ নতুনভাবে হোটেলগুলোকে সাজ-সজ্জা করে রেখেছি পর্যটকদের জন্য।
খাগড়াছড়ির জেলা পরিষদ পার্কের দায়িত্বে থাকা কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, আমাদের পর্যটন স্পটগুলো সুন্দরভাবে সাজিয়েছি। পবিত্র ঈদ-উল ফিতরের ছুটিতে এবারে ব্যাপক পর্যটক আসবে বলে ধারণা করছি। একইভাবে আলুটিলা পর্যটন কেন্দ্র, মায়াবিনী লেক, রিছাং ঝর্ণা, দেবতাপুকুর, পানছড়ির শান্তিপুর অরণ্য কুটিরসহ সব পর্যটন স্পটগুলো নতুনভাবে নতুন আঙ্গিকে সাজানো হয়েছে। অনেক পর্যটক ইতোমধ্যেই খাগড়াছড়ির অনেক হোটেল-মোটেল অগ্রিম বুকিং দিয়ে রেখেছে।
বিডি প্রতিদিন/আবু জাফর