ঈদযাত্রায় নাড়ির টানে বাড়ি ফিরছেন মানুষ। এর ফলে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ। গন্তব্যে পৌঁছানোর জন্য ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ভিড় করছেন শত শত মানুষ।
শনিবার সকাল থেকে মহাসড়কের এলেঙ্গা বাস স্টেশনে এমন চিত্র দেখা যায়। তবে যানবাহন সংকটে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থেকেও নির্দিষ্ট গন্তব্যে যেতে পারছেন না অনেকেই। রয়েছে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ।
সরেজমিনে দেখা যায়, এলেঙ্গা বাস স্টেশনে দেশের বিভিন্ন গন্তব্যে যাবার পথে অপেক্ষমাণ শত শত মানুষ। পুরুষের পাশাপাশি নারীদেরও ভিড় লক্ষ্য করা গেছে। কোনো একটি গাড়ি দাঁড়ালেই তাতে হুমড়ি খেয়ে পড়ছেন তারা। আবার অনেকেই দাঁড়িয়ে গন্তব্য যাচ্ছেন।
যাত্রীরা জানান, কয়েক ঘণ্টা অপেক্ষা করেও তারা নির্দিষ্ট গন্তব্যের যানবাহন পাচ্ছে না। আর পেলেও কয়েকগুণ বেশি ভাড়া দাবি করছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন তারা।
এলেঙ্গায় অপেক্ষমান কালিহাতীর বল্লা গ্রামের তাত শ্রমিক সুকুর বলেন, আমি পাবনা যার। প্রায় ১ ঘণ্টা ধরে বাসের জন্য অপক্ষো করছি। কিন্ত কাঙ্খিত পরিবহন পাচ্ছি না। যাও দু’একটি গাড়ি পাচ্ছি, তা দ্বিগুণ ভাড়া চাচ্ছে। তাই আমিসহ আমার সহকর্মীরা দাঁড়িয়ে রয়েছি।
এ ব্যাপারে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনর্চাজ আতাউর রহমান বলেন, যানজট নিরসনে মহাসড়কে পুলিশ নিরলসভাবে কাজ করছে। মহাসড়কে যানজটের সংখ্যা বাড়ছে। তবে পুলিশ সার্বক্ষণিক মহাসড়কে প্রস্তত রয়েছে বলে তিনি জানান।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন