বজ্রপাতে দিনাজপুরের খানসামার দুই গ্রামে পৃথকভাবে একজন নারী, একজন পুরুষ ও ২টি গরুর মৃত্যু হয়েছে। এ ঘটনার পর দুই পরিবারের কাছে গিয়ে খোঁজ-খবর নিয়ে তাদের আর্থিক সহায়তা প্রদান করেছেন খানসামা ইউএনও রাশিদা আক্তার।
শনিবার সকালে খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের হোসেনপুর ও সুবর্ণখুলী গ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘটে।
বজ্রপাতে খানসামার ভেড়ভেড়ী ইউনিয়নের হোসেনপুর গ্রামের মৃত ওসমান গণি চুনিয়ার ছেলে শাহআলম (৪৫) গাভীর দুধ দোহানোর সময় তিনি, তার গাভী ও বাছুর মারা যায়।
অপরদিকে একই ইউনিয়নের টংগুয়া গ্রামের ঝগড়ুপাড়ায় ফজলুল হকের স্ত্রী মাজেদা বেগম (৪০) ক্ষেত থেকে শসা তুলতে গিয়ে বজ্রপাতে মারা যান।
এ ছাড়া মৃত শাহ আলমের স্ত্রী উম্মে খাতুন এবং মৃত মাজেদা বেগমের মেয়ে ফুলকলি আক্তার অসুস্থ অবস্থায় উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা যায়।
এ বিষয়ে খানসামা উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তার বলেন, এরকম ঘটনা অনাকাঙ্ক্ষিত। খবর পেয়ে সাথে সাথেই নিহতদের পরিবারের খোঁজ খবর নিয়েছি এবং প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেছি। এ ছাড়া আরও সহায়তার ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ