রাজবাড়ীর পাংশা ও গোয়ালন্দে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। নিহতরা হলেন- বাগেরহাট জেলার রামপাল উপজেলার ভোজপারাদিয়া ইউনিয়নের চন্দ্রখালী গ্রামের মৃত শেখ জিন্নাত আলী ছেলে। অন্যজন সিরাজগঞ্জ জেলার আমলাপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে।
রাজবাড়ী জেলা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের আমতলা মোড়ে কুষ্টিয়াগামী তরমুজবাহী ট্রাকের সাথে রাজবাড়ীগামী প্রাইভেটকারের মুখোমুখি সংষর্ঘ হয়। এতে দুটি গাড়ী রাস্তার দুপাশে পড়ে যায়। ঘটনাস্থলেই প্রাইভেটকার চালক আবুল কাশেম নিহত হয়। অন্যদিকে বিকালে শহিদুল ইসলাম ঈদের ছুটি পেয়ে গাজীপুর থেকে নিজ জেলা বাগেরহাটের রামপালের উদ্দেশ্যে যাচ্ছিলেন। বিকাল ৪টার দিকে গোয়ালন্দ উপজেলার বাংলাদেশ হ্যাচারির সামনে এলে পেছন থেকে একটি দ্রুত গতির ট্রাক চাপা দিলে শহিদুল ঘটনাস্থলেই নিহত হয়।
পুলিশ জানায়, শহিদুলের ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে ট্রাক চালক পালিয়ে গিয়েছেন। তাকে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে। আইন মেনে নিহত দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বিডি প্রতিদিন/এএম