জয়পুরহাটে গ্রাম পুলিশদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। ঈদুল ফিতর উপলক্ষে শনিবার দুপুরে পুলিশ লাইন্স ড্রিলসেডে জেলার ৩৫২ জন গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে ঈদ সামগ্রী (পাঞ্জাবী, লুঙ্গী, শাড়ী ও মাস্ক) বিতরণ করা হয়। এসব ঈদ সামগ্রী তুলে দেন জয়পুরহাট পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফারজানা হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোসফেকুর রহমানসহ ৫ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জয়পুরহাট পুলিশ সুপার মাছুম আহাম্মেদ ভুঞা বলেন, গ্রাম পুলিশের সদস্যরা পুলিশের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করে থাকেন। থানা পুলিশের সঙ্গে গ্রাম পুলিশ বিশেষভাবে সম্পৃক্ত রয়েছে। তারা থানা পুলিশকে বিভিন্নভাবে তথ্য দিয়ে সাহায্য করেন। এজন্যই তিনি ঈদ উপলক্ষে গ্রাম পুলিশের সদস্যদের উপহার দেওয়ার উদ্যোগ নেন।
বিডি প্রতিদিন/আবু জাফর